রাজধানীর নদ্দা থেকে ৪ কোটি টাকার মাদক উদ্ধার।
বি এ রায়হান, গাজীপুরঃ রাজধানীর নদ্দা এলাকা থেকে ৪ কোটি ১২লক্ষ ৫০ হাজার টাকা সমমূল্যের ১লক্ষ ৩৭ হাজার ৫ শত পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছথেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গত ১৩ অক্টোবর মধ্যরাতে রাজধানীর ভাটারা থানার নদ্দা জগন্নাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে র্যাব-১ এর সিপিসি ২ কোম্পানি কমান্ডার শামিমা আক্তার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আটককৃতরা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আমিনপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহেল রানা(২৭), গোপালগঞ্জের কাশিয়ানী থানার সংকর পাশা গ্রামের মনা মিয়া সরদারের ছেলে সোহেল সরদার(২৩)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় মাইক্রোবাসের পিছনে জ্বালানী বহনের জন্য স্থাপনকৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারকালে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছথেকে ১লক্ষ ৩৭ হাজার ৫ শত পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছথেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।